পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, খেলছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১১ আগস্ট ২০২৪
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, খেলছেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের রাজনৈতিক ইস্যুতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন সাকিব আল হাসান।

রোববার (১১ আগষ্ট) সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এ দল ঘোষণা করা হয়। ১৬ সদস্যের ঘোষিত দলের পেসার তাসকিন আহমেদ প্রথম টেস্টে খেলবেন না। তাকে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে।

ঘোষিত দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, “টেস্ট সংস্করণের জন্য সেরা খেলোয়াড়দের বাছাই করার উপর জোর দেওয়া হয়েছিল। এটি একটি ভালো ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর রহিম, মমিনুল হক এবং সাকিব আল হাসান -এ ধরনের অভিজ্ঞতার বিকল্প নেই।”

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

তিনি বলেন, “পাকিস্তান খুব শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে তাদের হোম ফ্রন্টে এবং এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হবে। এটা ভালো যে আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাবো। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলের সাথে ইতিমধ্যে পাকিস্তানে থাকা কিছু খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। তাদের অবস্থার অভিজ্ঞতা কাজে আসবে।” 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করবে। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট।

টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৬ আগস্ট গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডি ও করাচিতে অনুষ্ঠিতব্য দুটি টেস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।



শেয়ার করুন :