ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি একের পর এক রেকর্ড করেই চলছেন। তার ব্যাট হাতে মাঠে নামা মানেই রেকর্ডের হাতছানি। এবার সুনীল গাভাস্কারের পর টেস্টে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি।
সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানেই আউট হয়ে যান ভারতীয় অধিনায়ক। তবে এ ইনিংসের মাঝেই নতুন এ রেকর্ডে নাম লেখান কোহলি। সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৬ হাজার রান করার কীর্তি দেখিয়েছেন সময়ের অন্যতম সেরা এ ক্রিকেটার।
ব্যাটিংয়ে নামার সময় এ রেকর্ড থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন কোহলি। জেমস অ্যান্ডারনের করা ইনিংসের ২২তম ওভারে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়েই মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটিং সেনসেশন।
দেশের পক্ষে দ্রুততম ৬ হাজার রান করতে কিংবদন্তি সুনীল গাভাস্কারের লেগেছে ৬৫ টেস্ট, ১১৭ ইনিংস। কোহলির লেগেছে তার চেয়ে ৫ টেস্ট বেশি। ৭০ টেস্টে ১১৯তম ইনিংসে এসে এ রেকর্ডে পা রেখেছেন ভারতীয় অধিনায়ক।
কোহলি এমন মাইলফলকে পা রাখার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা লিখেছে, ‘আরেকটি দিন, ক্যাপ্টেন কোহলির আরেকটি মাইলফলক। টেস্টে ভারতের পক্ষে ৬ হাজার রান হলো।’
Another day, another milestone for captain @imVkohli. 6K and counting in Tests #TeamIndia #ENGvIND pic.twitter.com/fX3g22ZEXM
— BCCI (@BCCI) August 31, 2018