চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে ১৭৮ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৩৫৩ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। সোমবার তৃতীয় দিন বাকি ৯ উইকেটে ১২৩ রান যোগ করতে পারে বাংলাদেশ।
দলের পক্ষে ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া মমিনুল হক ৩৩, তাইজুল ইসলাম ২২, মাহমুদুল হাসান জয় ২১ ও সাকিব আল হাসান ১৫ রান করেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৪টি, বিশ্ব ফার্নান্দো-লাহিরু কুমারা-প্রবাথ জয়সুরিয়া ২টি করে উইকেট শিকার করেছেন।
৩৫৩ রানের লিড পেয়েও বাংলাদেশকে ফলোঅন করাচ্ছে না শ্রীলঙ্কা। নিজেদের সংগ্রহ আরও বাড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারীরা।