সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বাজেভোবে হেরে গেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৩২৮ রানের বড় ব্যবধানে হারে লজ্জা পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে দেশ সেরা অলবারউন্ডার সাকিব আল হাসানের মতে, বড় ব্যবধানে হার নয়, বরং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত।
বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টও খেলননি তিনি। তবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে দেখা যাবে তাকে।
দ্বিতীয় টেস্টে ডাক পাওয়ায় আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। তবে এর আগে একটি আবাসন কোম্পানির দূত হতে ঢাকার উত্তরায় গিয়েছিলেন তিনি।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আশা তো সব সময় করি জিতব। টেস্ট ক্রিকেটে সব সময় আমরা সংগ্রাম করেছি। আমাদের জন্য কঠিন। তবে আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।”
দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামবেন সাকিব। তবে প্রত্যাবর্তনের এ ম্যাচে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই সাকিবের। দলের জন্য অবদান রাকতে চান তিনি।
সাকিব বলেন, “ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।”
নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, “খুবই আর্লি স্টেজ। আমি নিশ্চিত বিসিবি ওকে (শান্ত) লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে, যেটা সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।”