শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৬ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরলেন সাকিব

বিশ্বকাপে আঙুলে চোট পাওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন, নানা ব্যস্ততার পর জাতীয় দলে ফিরলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলে ফিরেছেন তিনি। সাকিব ছাড়াও চট্টগ্রাম টেস্টে দলে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৬ মার্চ) সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এ মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন তিনি।

এদিকে, এক বছর পর টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসান। দেশ সেরা এ অলরাউন্ডার সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

সাকিব-হৃদয় ছাড়া দলে আরও একটি পরির্বতন আনা হয়েছে। সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এ টাইগার পেসার। কার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ।

৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হেরে গিয়ে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দল (দ্বিতীয় দল)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।



শেয়ার করুন :