ব্যাটিং ব্যর্থতা ১৮৮ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৩ মার্চ ২০২৪
ব্যাটিং ব্যর্থতা ১৮৮ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৮৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা শ্রীলঙ্কা ৯২ রানের লিড পেয়েছে। টাইগার ব্যাটারদের ব্যর্থতার ইনিংসে বাংলাদেশের মান বাঁচিয়েছে বোলাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২২ মার্চ) শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৩২ রান করেছিল টাইগাররা। মাহমুদুল হাসান জয় ৯ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূণ্য হাতে অপরাজিত ছিলেন।

শনিবার দ্বিতীয় দিন ব্যক্তিগত ১২ রানে শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারার শিকার হন জয়। এরপর ৩টি চারে ভালো শুরু করা মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেনকে ১৮ রানে থামিয়ে দেন কুমারা। শাহাদাতের বিদায়ে ক্রিজে যান উইকেটরক্ষক লিটন দাস। ৪টি চারে উইকেটে সেট হয়ে ২৫ রান তুলে কুমারার তৃতীয় শিকার হন তিনি।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কাসুন রাজিথার বলে ৪৭ রানে আউট হন তাইজুল। ৮০ বল খেলে ৬টি চার মারেন তিনি। আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ ১১ রানে আউট হলে দেড়শর নীচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে নবম উইকেটে ৩৫ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে দলীয় ২শর পথে নিয়ে যেতে থাকেন দুই টেল-এন্ডার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

দলীয় ১৮৭ রানে শরিফুলকে শিকার করে জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো। এরপর শেষ ব্যাটার হিসেবে খালেদকেও আউট করে বাংলাদেশের ইনিংস ১৮৮ রানে শেষ করেন ফার্নান্দো। শরিফুল ১৫ ও খালেদ ২২ রান করেন।

বল হাতে শ্রীলঙ্কার ফার্নান্দো ৪টি, কুমারা-রাজিথা ৩টি করে উইকেট নেন।



শেয়ার করুন :