৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২২ মার্চ ২০২৪
৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২৮০ রানে গুটিয়ে দিলেও নিজের প্রথম ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। প্রথম দিনের শেষ দিকে মাত্র ১০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগগাররা। ৩২ রান তুলে দিন শেষ করা বাংলাদেশ প্রথম ইনিংসে এখনো ২৪৮ রান পিছিয়ে রয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টাইগার অধিনায়কের সিদ্ধান্তের দারুণ ফল দেন বোলাররা। শ্রীলঙ্কার দলীয় ৫৭ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তারা দুজনেই তুলে নেন জোড়া সেঞ্চুরি। ফলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ পায় সফরকারী শ্রীলঙ্কা।

ধনাঞ্জয়া ও কামিন্দু উভয়েই ১০২ রান করে করেন। বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা ৩টি করে উইকেট নেন।

শ্রীলঙ্কাকে অলআউট করে দিনের শেষ দিকে ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান ওপেন করতে নামেন। দলীয় ১১ রানে উদ্বোধনী জুটি হারায় বাংলাদেশ। ৮ বল খেলে ২ চারে ৮ রান করা জাকির পথ ধরেন সাজঘরের।

জাকিরের পর উইকেটে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তও হতাশ করেন। ১০ বল খেলে ৯ রানে তিনিও পথ ধরেন সাজঘরের। ইনিংসের পঞ্চম ওভারের দুই বল বাকি থাকতেই দলীয় ১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পর পর দুই উইকেট চলে যাওয়ার পর মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হোন সাবেক অধিনায়ক মমিনুল হক। তবে তিনিও হতাশ করেন। ব্যক্তিগত ৫ রানে মমিনুল সাজঘরে ফিরেন। ৩১ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের।

দ্রুত ৩ ব্যাটারকে হারানোর পর ব্যাট করতে তাইজুল ইসলামকে পাঠানো হয়। দিন শেষে মাহমুদুল হাসান জয় ৯ এবং তাইজুল খালি হাতে অপরজিত আছেন।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে নিশান ফার্নান্দো ২টি এবং কাসুন রাজিথা একটি উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :