নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের ঘূর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৮০ রান। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৭ রান।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ৩০ রানে এগিয়ে ছিল টাইগাররা। ওপেনার জাকির হাসান ১৬ ও মমিনুল শূন্যতে অপরাজিত ছিলেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিনের শুরুতে ব্যক্তিগত ১০ রানে আউট হন সাবেক অধিনায়ক মমিনুল। এরপর মুশফিকুর রহিম ৯, শাহাদাত হোসেন ৪, মেহেদি হাসান মিরাজ ৩, নুরুল হাসান শূন্য, নাঈম হাসান ৯, জাকির ৫৯ ও শরিফুল ইসলাম ৮ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।
নিউজিল্যান্ডের প্যাটেল ৫৭ রানে ৬ উইকেট নেন। এছাড়া মিচেল স্যান্টনার ৩টি ও টিম সাউদি ১টি উইকেট নেন।