দু’দিন আগেই টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, দলে সাকিব আল হাসানের মতো বড় তারকা থাকায় তাইজুল ইসলামের দিকে ফোকাস কম পড়ে। হাথুরুর সেই কথাটার এবার প্রমাণ দিল খোদ আইসিসি। সর্বশেষ আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাইজুল। যার সুবাদে ১৮তম স্থান থেকে চার ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন তিনি। যা বর্তমানে বাংলাদেশের পক্ষে সেরা র্যাংকিং।
তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৭০৮। টেস্ট র্যাংকিং ইতিহাসে যা বাংলাদেশিদর মধ্যে সর্বোচ্চ। এতে ভেঙে গেছে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৭০৫ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাকিব। বর্তমানে ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের ২৭তম স্থানে আছেন তিনি।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেট নেন আরেক স্পিনার নাইম হাসান। সাত ধাপ এগিয়ে ৪শ রেটিং নিয়ে ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
এছাড়া ব্যাটিংয়ে উন্নতি হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও চলমান সিরিজের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। প্রথম টেস্টের দুই ইনিংসে মুশফিক ১২ ও ৬৭ রানের ইনিংস খেলেন। এর ফলে চার ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন তিনি।
সিলেট টেস্টে ১০৫ রানের নান্দনিক ইনিংস খেলেন শান্ত। সেই সুবাদে ১৩ ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠেছেন শান্ত। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। একই টেস্টে সেঞ্চুরি তুলে ১০৪ রান করেছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৮৮৩ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
টেস্ট ফরম্যাটে বোলার ও অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন দুই ভারতীয় রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।