মিরপুর টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেল বাংলাদেশ। দলীয় রান অর্ধশতক পার করার আগেই সাজঘরে ফিরেছেন টপ-অর্ডারের চার ব্যাটার। দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের পর পর ফেরার পর হার ধরতে পারেননি অভিজ্ঞ মুমনিুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে দলীয় ৪৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
দলীয় ২৯ রানে পর পর সাজঘরে ফিরেছেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। ইনিংসের ১১তম ওভারের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৪ বল খেলে মাত্র ৮ রান করে ফিরেন জাকির হাসান। পরের ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন জয়। ব্যক্তিগত ১৪ রারেনর জয়ের সাজঘরে ফেরায় দলীয় সেই ২৯ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনারকে সাজঘরে ফেরান যথাক্রমে আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনার। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে আবারও ধাক্কা খায়। সাবেক অধিনায়ক মমিনুল হক ফেরেন মাত্র ৫ রানে। ফলে দলীয় ৪১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
মিরপুরে অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
দলীয় ৪১ রানের তৃতীয় উইকেট হারানোর পর অর্ধশত রান পার করার আগে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। মিরপুর টেস্টে অধিনায়ক শান্ত ফেরেনে মাত্র ৯ রানে। শান্তর আউটে ৪৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে টস জিতে সিলেট টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়ে মিরপুরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ জয়ের একাদশ থেকে বাংলাদেশ কোন পরিবর্তন না আনলেও নিউজিল্যান্ড একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকায় মিরপুরে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। এ ম্যাচে ড্র বা জয় করতে পারলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।