নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিক-মিরাজের জোড়া ফিফটিতে সিলেট টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৩৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানের অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক শান্তর ১০৫ রানের পর মুশফিক ৬৭ এবং মেহেদী মিরাজের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫০ রানের ইনিংস।
৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হলো বাংলাদেশ।
বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিল টাইগাররা। সেখান থেকে শুক্রবার চতুর্থ দিনে ৩৩৮ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ ৫০ রানে আউট হন।
নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১৪৮ রানে ৪ উইকেট নেন।