সিলেটে প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশ শেষ করলো দুই উইকেট হারিয়ে। এজাজ প্যাটেলের নিখুঁত টার্নিং ডেলিভারিতে জাকির হাসান ফিরলেও নাজমুল হোসেন ফিরলেন বাজে শটে। ২৭ ওভার ব্যাট করে দুই উইকেটে টাইগারদের প্রথম সেশনে সংগ্রহ দাঁড়িয়েছে ১০৪ রান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৭৫ বলে ৩৯ রানের জুটি এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এ জুটিতে ৪১ বল খেলে ১টি চারে ১২ রান তুলে নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের বলে বোল্ড হন জাকির।
জাকিরের বিদায়ে উইকেটে এসে নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হন শান্ত। ২টি চার ও ৩টি ছক্কায় বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে ২৫তম ওভারে স্পিনার গ্লেন ফিলিপসের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে মিড অনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৫ বল খেলে ৩৭ রান করা শান্ত।
দ্বিতীয় উইকেট জুটিতে জয়-শান্ত ৭১ বলে ৫৩ রান যোগ করেন। শান্ত ফেরার ১৬ বল পর মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। জয় ৭টি চারে ৪২ ও মোমিনুল হক ৩ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের প্যাটেল ও ফিলিপস ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) এবং এজাজ প্যাটেল।