বিশ্বকাপ শেষে আবারও মাঠের ক্রিকেট শুরু করছে বাংলাদেশ। সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। মাঠটিতে গ্যালারিতে বসে খেলতে দেখতে হলে সর্বনিম্ন খরচ হবে ১’শ টাকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২৮ নভেম্বর। ম্যাচটি সামনে রেখে শনিবার (২৫ নভেম্বর) টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রকাশিত মূল্য অনুযায়ী, দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ১’শ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকার টিকিট রাখা হয়েছে।
১ হাজার টাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারিতে বসে খেলা দেখা যাবে মাত্র ১’শ টাকায়। এছাড়া স্টেডিয়ামটির পূর্ব গ্যালারি দাম ধরা হয়েছে ২০০ টাকা এবং ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে কাটতে হবে ৩’শ টাকার টিকিট।
সিলেটে ২৮ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট শুরুর আগের দিন সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে বিক্রি হবে টিকিট। এছাড়াও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এ ম্যাচের টিকিট। ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মিলবে টিকিট।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই দুই ম্যাচ টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে অংশ। এ সিরিজ দিয়েই এ চক্রের খেলা শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি ঢাকায় অনুষ্ঠিত হবে।