টেস্ট ক্রিকেটে অভিষেকের পর দ্রুত সময়ে ৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের ঐতিহাসিক ১ হাজারতম টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করেন রুট।
২০১২ সালের ১৩ ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় রুটের। অভিষেকের পর ৫ বছর ২৩১তম দিনে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করলেন রুট। সময় বিবেচনায় টেস্ট ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড।
এর আগে অভিষেকের পর কম সময়ে টেস্টে ৬ হাজার পূর্ণ করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। ২০০৬ সালের পহেলা মার্চ টেস্ট অভিষেকের পর ৫ বছর ৩৩৯তম দিনে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করেন কুক।
তবে কম ইনিংস খেলে দ্রুত ৬ হাজার রান করার ক্ষেত্রে ১৮তম স্থানে রয়েছে রুট। ৭০ টেস্টের ১২৭তম ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেন রুট। ৪৫ ম্যাচের ৬৮তম ইনিংসে ৬ হাজার রান করে এই রেকর্ড দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান।
সময়ের হিসেবে অভিষেকের পর ১৯ বছর ৩২তম দিনে ৬ হাজার রান করেন ব্র্যাডম্যান। ১৯২৮ সালের ৩০ নভেম্বর টেস্ট অভিষেক ঘটে ব্র্যাডম্যানের। ১৯৪৮ সালের পহেলা জানুয়ারি টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন ব্র্যাডম্যান।