দ্রুত সময়ে টেস্টে রুটের ৬ হাজার রানের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০২ আগস্ট ২০১৮
দ্রুত সময়ে টেস্টে রুটের ৬ হাজার রানের রেকর্ড

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর দ্রুত সময়ে ৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের ঐতিহাসিক ১ হাজারতম টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করেন রুট।

২০১২ সালের ১৩ ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় রুটের। অভিষেকের পর ৫ বছর ২৩১তম দিনে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করলেন রুট। সময় বিবেচনায় টেস্ট ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড।

এর আগে অভিষেকের পর কম সময়ে টেস্টে ৬ হাজার পূর্ণ করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। ২০০৬ সালের পহেলা মার্চ টেস্ট অভিষেকের পর ৫ বছর ৩৩৯তম দিনে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করেন কুক।

তবে কম ইনিংস খেলে দ্রুত ৬ হাজার রান করার ক্ষেত্রে ১৮তম স্থানে রয়েছে রুট। ৭০ টেস্টের ১২৭তম ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেন রুট। ৪৫ ম্যাচের ৬৮তম ইনিংসে ৬ হাজার রান করে এই রেকর্ড দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান।

সময়ের হিসেবে অভিষেকের পর ১৯ বছর ৩২তম দিনে ৬ হাজার রান করেন ব্র্যাডম্যান। ১৯২৮ সালের ৩০ নভেম্বর টেস্ট অভিষেক ঘটে ব্র্যাডম্যানের। ১৯৪৮ সালের পহেলা জানুয়ারি টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন ব্র্যাডম্যান।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে অনুকরণ করতে চান বাটলার

কোহলিকে অনুকরণ করতে চান বাটলার

বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল

বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল

কোহলির সামনে শীর্ষে ওঠার হাতছানি

কোহলির সামনে শীর্ষে ওঠার হাতছানি

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য