মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ।বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে মিরপুর ভেন্যুতে ৫০ উইকেট পূর্ণ করলেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ফলে বাংলাদেশ বল হাতে মাঠে টেস্টে দ্বিতীয় দিন। নিজেদের করা ৩৮২ রানের বিপরীতে আফগানিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।
আফগানদের দেড়শ রানের নীচের গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ২ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। এর মধ্য দিয়ে মিরপুর ভেন্যুতে টেস্টে উইকেট শিকারে দেশের হয়ে ফিফটি করেন মিরাজ।
এ ম্যাচের আগে ৯ টেস্টে ৪৯ উইকেট শিকার করেছিলেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২ উইকেট শিকারে টেস্টে মিরাজের উইকেট সংখ্যা এখন ৫১। এর ফলে তৃতীয় টাইগার বোলার হিসেবে নাম লেখান মিরাজ।
মিরাজের আগে মিরপুর ভেন্যুতে ৫০ উইকেট পূর্ণ করেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম। ২১ টেস্টে সাকিব নিয়েছেন ৭৬ উইকেট। আর ১৩ ম্যাচে ৬৭ উইকেট শিকার করেছেন তাইজুল।
২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে প্রথম টেস্ট খেলতে নামেন মিরাজ। ওই টেস্টের দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মিরাজ। তার দুর্দান্ত বোলিং নৈপূণ্যে ওই টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।
মিরাজের বোলিং নৈপূণ্যে জেতা ম্যাচের ফলে ইংল্যান্ডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের মাটিতে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন মিরাজ। ম্যাচের প্রথম ইনিংসে ৬ ও পরের ইনিংসে ১ উইকেট নেন। ওই ম্যাচ ২২ রানে হেরেছিল টাইগাররা। পুরো সিরিজে ১৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মিরাজ।