শান্ত-জয়ের ব্যাটে প্রথম সেশনটি বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ জুন ২০২৩
শান্ত-জয়ের ব্যাটে প্রথম সেশনটি বাংলাদেশের

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারলেও দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১৬ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। ব্যাট হাতে নাজমুল হাসান শান্ত ৬৮ এবং ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৮ রানে অপরাজিত রয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার জাকির হাসান ব্যক্তিগত ১ রানের সাজঘরে ফিরেন।

দলীয় ৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর উইকেটে ব্যাট হাতে ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হোন নাজমুল হোসেন শান্ত। জয়ের সাথে জুটি গড়ে দলীয় রানের চাকা সচল রাখেন শান্ত।

ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি স্পর্শ করেন শান্ত। ৫৮ বলে ফিফটি স্পর্শ করার পথে ৯টি চার মারেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬৪ রানে অপরাজিত রয়েছেন এই টাইগার ব্যাটার।

বাংলাদেশ একাদশে ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার

অন্যদিকে, ওপেনার জয় ৭০ বল খেলে ৩৮ রানের অপরাজিত রয়েছেন। আফগানিস্তানের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন জিনাত মাসুদ।

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের একমাত্র এই টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। আঙুলের ইনজুরির কারণে খেলতে পারেছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া পিঠের ব্যাথার কারণে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বিশ্বকাপে ১৯ ও ৩১ অক্টোবর ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপে ১৯ ও ৩১ অক্টোবর ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

লক্ষ্য জয়, অধিনায়কত্বে বাড়তি চাপ নেই : লিটন দাস

লক্ষ্য জয়, অধিনায়কত্বে বাড়তি চাপ নেই : লিটন দাস

ব্যাটারদের আতঙ্ক হতে চান মুশফিক হাসান

ব্যাটারদের আতঙ্ক হতে চান মুশফিক হাসান