দলের প্রয়োজনে অবসর ভাঙলেন মঈন আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৭ জুন ২০২৩
দলের প্রয়োজনে অবসর ভাঙলেন মঈন আলী

টেস্ট ক্রিকেট থেকে অবসর ভেঙে পুনরায় খেলায় ফেরার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ড টেস্ট দলে যোগ দেবেন তিনি।

ইংল্যান্ড দলের প্রথম পছন্দের স্পিনার জ্যাক লিচ পিঠের ইনজুরিতে পড়ে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর চলতি সপ্তাহে আলীকে দলে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছিল।

সে আহ্বানে সাড়া দিয়ে বুধবার (৭ জুন) ফিরে আসার ঘোষণা দেন মঈন আলী। অবসর ভেঙে প্রায় দুই বছর পর লাল বলে ফিরে আগামী সপ্তাহে নিজ মাঠ এজবাস্টনে প্রথম টেস্ট খেলতে নামবেন ৩৬ বছর বয়সী আলী।

এ বিষয়ে ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‍“টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে আমরা এ সপ্তাহের প্রথম দিকে আলীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। দুই দিন চিন্তা-ভাবনা করে আলী পুনরায় দলে যোগ দিতে এবং টেস্ট খেলতে পেরে আলী দারুণ উত্তেজিত। ব্যাট-বল হাতে তার দারুণ দক্ষতা রয়েছে, তার অন্তর্ভুক্তি আমাদের অ্যাশেজ দলকে আরও শক্তিশালী করবে।”

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত মঈন আলী ৬৪ টেস্টে বল হাতে ১৯৫ উইকেট এবং ব্যাট হাতে পাঁচটি সেঞ্চুরি করেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :