বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা ভারত চার পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছে।
ইংল্যান্ডের পিচ ও কন্ডিশনের দিকে নজর রেখে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। একাদশে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন। একাদশে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ওভালের মাঠে সবুজ পিচ ছাড়া আকাশে মেঘ রয়েছে।
ভারত দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামলেও অস্ট্রেলিয়ার জন্য এটা প্রথম ফাইনাল। প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল বিরাট কোহলির ভারত।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব।