আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্য আর মাত্র ৪৯ রান তরকার বাংলাদেশের। জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য পেয়ে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ৮৯ রান করেছে বাংলাদেশ।
ঢাকা টেস্ট জিততে বাংলাদেশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আইরিশরা।
ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস ২৩ এবং নাজমুল হোসেন শান্ত ৪ রানে ফিরে গেলেও তামিম ইকবার এবং মুশফিকু রহিম অপরাজিত রয়েছে। তামিম ২৪ এবং মুশফিক ২৯ রানে ব্যাট করছেন।
৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। শেষ ২ উইকেটে ৬ রান যোগ করে গুটিয়ে যায় আইরিশরা।
আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট শিকার করেন পেসার এবাদত হোসেন। অ্যান্ডি ম্যাকব্রিনকে ৭২ ও গ্রাহাম হুমকে ১৪ রানে আউট করেন এবাদত।
এ ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, ইবাদত ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ ও বাংলাদেশ ৩৬৯ রান করেছিল।