ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে জয়ের আশা করছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে বেশ শক্তভাবেই প্রতিরোধ গড়ে তুলেছে আইরিশ ব্যাটাররা। হ্যারি টেক্টর ও লরকান টাকারের জুটিতে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে লড়ছে আয়ারল্যান্ড। সেশনের পিটার মুরের একমাত্র উইকেটটি নিতে পেরেছে বাংলাদেশ।
টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রথম সেশন শেষে আইরিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৯৩ রান, দ্বিতীয় ইনিংসে তারা খেলেছে ৪৭ ওভার। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে তারা।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছিলেন। তবে তৃতীয় দিনের শুরু থেকেই ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়ে তুলে আইরিশ ব্যাটার। রান তোলার গতি কম থাকলেও উইকেট বাঁচিয়ে খেলনে হ্যারি টেক্টর এবং পিটার মুর।
প্রথম ঘণ্টার বিরতির আগে ৭৮ বলে ১৬ রান করা মুরকে কট বিহাইন্ড করেন শরিফুল ইসলাম। ফলে ১৫৪ বলে ৩৮ রানের জুটি ভাঙে। তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত বাংলাদেশের সাফল্য বলতে এই একটিই।
দিনের প্রথম সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। অর্থাৎ, বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে হলে আয়ারল্যান্ডকে এখনো আরও ৬২ রান করতে হবে। আর এর মাঝে আইরিশদের গুটিয়ে দিতে পারলে ইনিংস ব্যবধানের জয়লাভ করবে বাংলাদেশ।