সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে পুরো একদিন ব্যাট করতে পারলো না আয়ারল্যান্ড। তাইজুল-মিরাজ-ইবাদতদের বোলিং তোপে প্রথম দিনের তৃতীয় সেশনেই গুটিয়ে যাওয়ার আগে সফরকারী সংগ্রহ দাঁড়িয়েছে ২১৪ রান। বল হাতে ৫৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৭৭.২ ওভার ব্যাট করতে পারে আয়ারল্যান্ড। ২১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুই ওপেনারজেমস ম্যাককলাম ও হারি কমিনসকে শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন শিকার করার পর ২২তম ওভারে প্রথম উইকেট পান তাইজুল। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ১৬ রানে থামান তিনি।
এরপর কার্টিস ক্যাম্ফারকে ৩৪ ও পিটার মুরকে ১ রানে আউট হন তাইজুল। পরের দিকে লরকান টাকারকে ৩৭ ও মার্ক অ্যাডায়ারকে ৩২ রানে শিকার করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল।
৪১ টেস্টের ক্যারিয়ারে ১১তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তাইজুল। এছাড়া মেহেদী হাসান মিরাজ-ইবাদত হোসেন ২টি করে এবং শরিফুল ইসলামর ১ উইকেটে নিলে ২১৪ রানে শেষ হয় আয়ারল্যান্ড ইনিংস।
আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন হ্যারি টেক্টর। আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টেই ফিফটি করার রেকর্ড গড়েন তিনি। হ্যারি টেক্টর ছাড়া দলের পক্ষে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
দিন শেষ হওয়ার আগেই আয়ারল্যান্ডকে গুটিয়ে দেওয়ায় ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।