আঘাত পেয়ে মাঠের বাইরে তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
আঘাত পেয়ে মাঠের বাইরে তামিম ইকবাল

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে দীর্ঘদিন পর লাল বলে ক্রিকেটে ফিরেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তার। ম্যাচে ছক্কা বাঁচাতে গিয়ে বাম হাতে আঘাত পেয়ে ছাড়তে হয়েছে মাঠ।

মিরপুর টেস্টে দিনের তৃতীয় সেশনে ৫৯তম ওভারে এ ঘটনা ঘটে। তাইজুল ইসলামের বলে অ্যান্ডি ম্যাকব্রিন মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান। বাতাসে ভেসে যাওয়া বল নিয়ন্ত্রণে নিতে ড্রাইফ দেন তামিম ইকবাল। তবে তার আগেই বলে সাথে তিনি বাউন্ডারি বাইরে চলে যান এবং বাম হাতে আঘাত পান।

তামিম যখন আঘাত পান তখন আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৬ রান। এর আগে প্রথম দুই সেশনে মোট ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ।

তবে আঘাত কমে গেলে শেষের দিকে মাঠে ফিরেন তামিম ইকবাল। আবারও ফিল্ডিং করেন বেশ স্বাচ্ছন্দ্যভাবেই।

২০২২ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে প্রথম ইনিংসে ৪৬ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন এই টাইগার ওপেনার।



শেয়ার করুন :