প্রথম সেশনে বাংলাদেশের তিন সাফল্য, বল করেননি সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
প্রথম সেশনে বাংলাদেশের তিন সাফল্য, বল করেননি সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য তিন উইকেট। বিপরীতে ব্যাট করতে নেমে ৩ ব্যাটারকে হারিয়ে প্রথম সেশনে (২৬ ওভার) নিজেদের সংগ্রহে ৬৫ রান যোগ করেছে সফরকারীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে টস হেরে প্রথমে বোলিং করতে নেমেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে একমাত্র এই টেস্টে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনের পাঁচজন বোলার ব্যবহার করলেও বল হাতে আক্রমণে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান।

দলের পক্ষে বল হাতে একটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম, ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। ২৬ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গেছে প্রথমে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড।

দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। মারে কমিন্সকে ৫ রানে আউট করেন তিনি। আরেক ওপেনার জেমস ম্যাককোলামকে ১৫ রানে বিদায় দেন পেসার এবাদত হোসেন। ২২তম ওভারে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ১৬ রানে থামান স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম সেশন শেষে হ্যারি টেক্টর ১৮ ও কার্টিস ক্যাম্ফার ৯ রানে অপরাজিত আছেন।



শেয়ার করুন :