দ্বিতীয় স্থানে সাকিব, সামনে শুধু মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ এএম, ০৪ এপ্রিল ২০২৩
দ্বিতীয় স্থানে সাকিব, সামনে শুধু মুশফিক

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠলেন দেশসেরা অলরাউন্ডা্ই-সাকিব আল হাসান। এ যাত্রায় সাকিব পেছনে ফেললেন সাবেক দলনেতা হাবিবুল বাশার। আর সামনে এখন একমাত্র মুশফিকুর রহিম।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে টস করার আগে ১৮টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমেই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার জায়গা দখল করেন সাকিব।

সাকিব আল হাসানের এ যাত্রায় পেছনে পড়লেন সাবেক দলনেতা হাবিবুল বাশার। বাংলাদেশকে ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশকে এখন পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি মুশফিকুর রহিমের দখলে। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।

হাবিবুলের অধীনে ১টিতে জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। আর সাকিবের নেতৃত্বে ৩টিতে জয়, ১৫টিতে হেরেছে বাংলাদেশ।



শেয়ার করুন :