দারুণ ব্যাটিং উইকেট। সেই সুবিধা কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিলেন শুবমান গিল (১২৮)। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।
টেস্টে ১৫ ইনিংস পর হাফ সেঞ্চুরি পেয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলিও (৫৯*)। দু’জনের সেঞ্চুরির উপর ভর করে ভারত রান পাহাড়ের দিকে ছুঁটছে।
আহমেদাবাদ টেস্টের তৃতীয়দিন শেষে তিন উইকেটে ২৮৯ রান করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করতে পারে ৪৮০ রান। সাত উইকেট হাতে রেখে ভারত ১৯১ রান পিছিয়ে।
শেষ দুইদিনে উইকেটে খুব বেশি পরিবর্তন না হলে ম্যাচটি যে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেটা অনুমান করাই যায়। এই টেস্টে জয় পাওয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তবে তারা ড্র করতে পারলেও এবং অন্য ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা হেরে গেলে ভারতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে।
কোনো উইকেট না হারানো ভারত ৩৬ রান নিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে। ৭৪ রানে ভাঙে এই জুটি। মাত্র ৩৫ রান করতে পারেন অধিনায়ক রোহিত।
দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন গিল ও চেতেশ্বর পুজারা। মন্থর ইনিংসে পুজারা ১২১ বলে ৪২ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে গিল ও কোহলি আরও ৫৮ রান যোগ করেন। নাথান লায়নের শিকার হয়ে ফেরেন গিল। তার ২৩৫ বলের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা।
১৫ ইনিংস পর টেস্টে ফিফটি তুলে নিলেন কোহলি। রান খরায় ভোগ এই ব্যাটার রয়েছেন সেঞ্চুরির অপেক্ষায়। ১২৮ বলে ৫৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।
৫৪ বলে অপরাজিত ১৬ রান নিয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার তিন বোলার একটি করে উইকেট নেন।
এরইমধ্যে সিরিজ ২-১ এগিয়ে রয়েছে ভারত।
স্পোর্টসমেইল২৪/জেএম