ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুদিন দাপট দেখিয়েছিল শ্রীলঙ্কাই। তৃতীয়দিন শেষে ব্যাকফুটে চলে গেল সফরকারীরা। অন্যরা যখন উইকেট বিলিয়ে দিয়েছেন, তখন স্রোতের বিপরীতি গিয়ে দারুন ব্যাটিং করলেন ড্যারি মিচেল।
তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এরপর ঝড়ো ইনিংস ম্যাট হেনরির তাতেই প্রথম ইনিংসে লিড পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
এরপর বোলিংয়ে দাপট দেখালেন ব্লাইর টিকনার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ৮৩ রানেই তিন উইকেট হারিয়েছে লঙ্কানরা।
তৃতীয়দিনের খেলা শেষে সাত উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা ৬৫ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে তারা ৩৫৫ রান করতে পারে। প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ড অলআউট হয় ৩৭৩ রানে।
মাত্র ১৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে কিউইরা। এরপর উইকেটের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়ে এগোতে থাকেন মিচেল। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। মাত্র ১৭তম টেস্টে পেয়েছেন পঞ্চম সেঞ্চুরি।
তাকে দারুন সঙ্গ দিয়েছেন ম্যাট হ্যানরি। নয়ে নামা এই ব্যাটার আক্রমণাত্বক খেলে ৭৫ বলে তিন ছক্কা ও দশ চারে তুলে ফেলেন ৭২ রান। নিল ওয়াগনারকে নিয়ে নবম উইকেটে তুলে ফেলেন ৬৯ রান।
মূূলত এই জুটিই স্বাগতিকদের এগিয়ে নিয়ে যায়। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো চারটি, লাহিরু কুমারা তিনটি এবং কাসুন রাজিথা দুটি ও প্রবাথ জয়সুরিয়া একটি উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ২৮ রানের মাথায় আউট হন দিমুথ করুণারতেœ (১৭)। তিনি করেন মাত্র ১৭ রান।
আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ফেরেন ২৮ করে। দিনের শেষ বেলায় কুশাল মেন্ডিস আউট হলে ব্যাটফুটে থেকে দিন শেষ করে সফরকারীরা।
অ্যাঞ্জেলো ম্যাথিউস (২০*) ও জয়সুরিয়া ২ রানে অরাজিত রয়েছেন। ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনটি উইকেটই নেন টিকনার।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে শ্রীলঙ্কাকে। তবে সেই লক্ষ্যে পিছিয়ে গেল সফরকারীরা।
স্পোর্টসমেইল২৪/জেএম