সাউদির পাঁচ উইকেট, ভালো অবস্থানে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ১০ মার্চ ২০২৩
সাউদির পাঁচ উইকেট, ভালো অবস্থানে শ্রীলঙ্কা

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো অবস্থায় নেই ভারত। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম দু'দিন দাপট দেখালো সফরকারী শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা আলাদা টেস্টে আলাদা অবস্থায় থাকলেও তাদের লক্ষ্যে যে এক।

নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টই জিততে হবে স্বপ্নের ফাইনাল খেলতে। আর ভারত এই টেস্ট জিতলেই ফাইনাল নিশ্চিত।

শুক্রবার দ্বিতীয়দিন শেষে সফরকারী শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ১৯৩ রানে। টিম সাউদির পাঁচ উইকেটে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হয়। জবাবে লঙ্কান বোলারদের দাপটে স্বাগতিকরা ১৬২ রানেই পাঁচ উইকেট হারিয়েছে।পাঁচ উইকেট হাতে রেখে স্বাগতিকরা এখনও ১৯৩ রান পিছিয়ে।

টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি করে ১৪৪ বলে ৬৭ রান করে বোল্ড হন টম লাথাম। দিনের শেষ বেলায় রাজিথা টম ব্লান্ডেলকে (৭) তুলে নিলে অস্বস্তি নিয়ে দিন শেষ করে স্বাগতিকেরা।

দিন শেষে মিচেল ৪০ এবং মাইকেল ব্রেসওয়েল নয় রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন কুমারা ও আসিথা।

ডেভন কনওয়ে উইকেটে সেট হয়ে আউট হয়েছেন। তিনি করেন ৩০ রান। কেন উইলিয়ামসন (১) ও হ্যানরি নিকোলস (২) উইকেটেই দাঁড়াতে পারেননি।

এরআগে ছয় উইকেটে ৩০৫ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। তবে লেজের ব্যাটাররা ভালোই অবদান রেখেছেন। শেষ চার ব্যাটারই দুই অংকের ঘরে পৌছান।আসিথা ফার্নান্দোকে আউট করে সাউদি পাঁচ উইকেট পূর্ণ করেন।

একই সঙ্গে লঙ্কানরাও গুটিয়ে যায়। টেস্ট ক্যারিয়ারে এটি সাউদির ১৫তম বারের মতো পাঁচ উইকেট। এছাড়া ম্যাট হ্যানরি নেন চার উইকেট।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার প্রথমদিনে ৩০৫/৬

ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার প্রথমদিনে ৩০৫/৬

১০০ ম্যাচ পর রনি, ৭৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার হৃদয়

১০০ ম্যাচ পর রনি, ৭৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার হৃদয়

টি-টোয়েন্টিতেও টস জয়, ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও টস জয়, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলে নতুন মুখ পান্থ

ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলে নতুন মুখ পান্থ