ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে আছে শুধু ভারত ও শ্রীলঙ্কা। প্রথম দল হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ফাইনালের পথে ভারত ও শ্রীলঙ্কা দু'দলই মাঠে নেমেছে।
তবে ফাইনালের পথটা শ্রীলঙ্কার জন্য খুবই কঠিন। ভারত আবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শ্রীলঙ্কার কোনো সুযোগই থাকবে না।
তবে শেষ চেষ্টায় দারুন আক্রমণাত্বক শুরু করলো লঙ্কানরা। ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমদিন শেষে সফরকারীদের সংগ্রহ ছয় উইকেটে ৩০৫ রান। কুশল মেন্ডিস (৮৭) এবং দিমুথ কুরনারত্নে (৫০) হাফ সেঞ্চুরি করেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৪ রানেই ওপেনার ওশাদা ফার্নান্দোকে হারায়। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। অধিনায়ক করুনারত্নে ও মেন্ডিস ১৩৭ রানের জুটি গড়েন। দুজনেই খেলেন আক্রমণাত্বক।
সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতেই আউট হন মেন্ডিস। তার ৮৩ বলে ৮৭ রানের ইনিংসে রয়েছে ১৬টি চারের মার।পরের ওভারেই ফিফটি করা অধিনায়কও আউট হয়ে যান। ১৫১/০ থেকে হয়ে যায় ১৫১/৩।
তবে দিনেশ চান্দিমাল ও ধনঞ্চয়া ডি সিলভা আরেকটি জুটি গড়ে ধস থামান। এই জুটি থেকে আসে ৮২ রান। চান্দিমাল ৩৯ করে টিম সাউদির শিকার হন। দ্রুত ফিরে যান নিরোশান ডিকভেলাও। তবে ৩৯ রানে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া।
১৬ রানে অপরাজিত রয়েছেন কাসুন রাজিথা।
অভিজ্ঞ পেসার সাউদি নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি উইকেট নেন ম্যাট হ্যানরি ও একটি উইকেট পান মিচেল ব্রেসওয়েল।
স্পোর্টসমেইল২৪/জেএম