চলতি বছরের ১ আগস্ট বার্মিংহামের এডজবাস্টনে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এ টেস্ট দিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলবে ইংলিশরা।
বিশ্ব মঞ্চে এখন পর্যন্ত কোন দলই এক হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সে হিসেবে হার-জিতের চেয়ে বলতে হবে সৌভাগ্য বিরাট কোহলির দলের।
১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইংলিশদের। এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। যা যেকোন টেস্ট দলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। সেই রেকর্ডকে আগামী ১ আগস্ট আরও বড় করতে যাচ্ছে ইংলিশরা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দেবে বড় ফরম্যাটে জনক ইংল্যান্ড।
৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া।
এছাড়া তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। আর ৫২২ ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেই ভারতই এবার ইংল্যান্ডের ইতিহাস গড়ার সাক্ষী এবং সঙ্গী হতে যাচ্ছে।