চার বছরের বেশি সময় পর নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সোমবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে লঙ্কান টেস্টা দল।
শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়, দিমুথ করুনারত্নের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে যাওয়া দলটিতে দুটি নতুন মুখ রয়েছে। তারা হলেন- ২৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার নিশান মাদুষ্কা এবং ২৬ বছর বয়সী ডানহাতি পেসার মিলান রত্মানায়েকে।
২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের ওই সিরিজের প্রথম ম্যাচটি ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৪২৩ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল।
২০১৯ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে এসেছিল নিউজিল্যান্ড। ওই সিরিজে উভয় দল একটি করে ম্যাচে জয়ী হয়েছিল। এবার চার বছর পর আবারও নিউজিল্যান্ড যাচ্ছে লঙ্কান বাহিনী।
৯-১৩ মার্চ ক্রাইস্টচার্চে প্রথম এবং ১৭-২১ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকবেলা, নিশান মাদুষ্কা, রমেশ মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রত্নানায়েকে।
স্পোর্টসমেইল২৪/আরএস