অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় ভারেেতর রবীন্দ্র জাদেজাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।
ঘটনাটি ঘটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ইনিংসে ৪৬তম ওভারে। তখন বোলিং শুরুর করার আগে সতীর্থ মোহাম্মদ সিরাজের ডান হাতের ওপর থেকে ক্রিম নিয়ে নিজের বাঁ-হাতের তর্জনিতে মাখেন জাদেজা। তবে বল-এ কিছু মাখাতে দেখা যায়নি তাকে। বল তার হাতেই ছিল।
দিনের খেলা শেষ হওয়ার পর জাদেজার এমন কাণ্ডের ভিডিও ফুটেজ ভারতের টিম ম্যানেজমেন্টকে দেখায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এ ব্যাপারে ব্যাখা দিতে গিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায়, বোলিং হাতের তর্জনী ফুলে যাওয়া ক্রিম ব্যবহার করেছিলেন জাাদেজা। কিন্তু সেটি অন-ফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়াই করেছিলেন জাদেজা। এ জন্য জাদেজার বিপক্ষে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
জাদেজাকে শাস্তি দিয়েছেন পাইক্রফট। শাস্তি মেনে নেওয়ায় আর কোন শুনানির প্রয়োজন পড়েনি।
নাগপুর টেস্টে জাদেজার নৈপূণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারায় ভারত। ম্যাচে বল হাতে ৭ উইকেট ও ৭০ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাঁচ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জাদেজা।
স্পোর্টসমেইল২৪/আরএস