দলের অধিনায়ক যখন বলেন যে, তিনি টেস্ট খেলতে চান না, সে ক্ষেত্রে নতুন চিন্ত করাটা স্বাভাবিক। দলের উন্নতির কথা চিন্তা করে তাই করা উচিতও। হয়তো সে জন্যই শুক্রবার এ তথ্য জানানোর পাশাপাশি নতুন টেস্ট দল গঠনের কথাও বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আজ (শনিবার) দলের পারফরম্যান্স পর্যবেক্ষণে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বললেন, তা আপাতত সম্ভব না। কারণ আলাদা দল করার মতো এত বিকল্প খেলোয়াড় হাতে নেই।
তিনি বলেন, ‘টেস্টে আলাদা দল গঠনের মতো অবস্থা আমাদের এখনো হয়নি। যেহেতু আমাদের বিকল্প (ক্রিকেটার) অনেক কম। হিসেব করলে দেখবেন যে ৮০ ভাগ ক্রিকেটার কিন্তু তিন ফরম্যাটেই খেলছে। আপনার তো অপশনটি থাকতে হবে তাহলেই না আলাদা দল তৈরি করা যাবে।’
সাকিবের টেস্ট খেলার অনাগ্রহের কথা বোর্ড সভাপতি বললেও আকরাম বলছেন মুখে সাকিব এখনো তা বলেননি। তিনি বলেন, ‘সে তো (সাকিব) টেস্ট খেলছে, আর টেস্টের অধিনায়কও সে। সে কিন্তু বলেনি যে, সে খেলতে চায় না। বোর্ড প্রেসিডেন্ট কী বলেছেন এ ব্যাপারে আমি পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে আমি মনে করি যে, তিনটি ফরম্যাটই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তবে কোন ক্রিকেটারের কোন এক ফরম্যাটে খেলতে অনীহা জানানোটা ভালো চোখে দেখছেন না বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। বলেন, ‘এমনটা আসলে হওয়া উচিত না। আমার নিজের কাছে শুনেও ব্যাপারটি খারাপ লেগেছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘টেস্টের পারফর্মেন্স ভালো হয়নি দেখেই আমরা আলাপ আলোচনা করেছি। যেহেতু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো করতে পারিনি সেই কারণে আলোচনা হয়েছে। মাঝে মধ্যে খারাপ পারফর্মেন্স হতেই পারে, তবে এত খারাপ হবে সেটি চিন্তা করিনি। এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো সেটি নিয়ে আলোচনা করা হয়েছে।’