ভারতের টেস্ট দলে সূর্যকুমার-কিশান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩
ভারতের টেস্ট দলে সূর্যকুমার-কিশান

ফাইল ফটো

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে প্রথমবারের মতো টেস্টে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ও উইকেটরক্ষক ইশান কিশান।

গত মাসের (ডিসেম্বর) শেষ দিকে গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ায় দলে নেই উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। তার পরিবর্তে কেএস ভরতের সাথে উইকেটরক্ষক হিসেবে আছেন কিশান।

সিরিজের প্রথম দুই টেস্টের দলে সুযোগ হয়নি দীর্ঘদিন যাবত ইনজুরিতে ভোগা পেসার জসপ্রিত বুমরাহর। অন্তত আরও এক মাস তাকে পুনর্বাসনে থাকতে হবে।

ইনজুরির কারণে ২০২২ সালের আগস্ট থেকে মাঠের বাইরে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ফিরেছেন দলে। তবে ফিটনেস সাপেক্ষে খেলার সুযোগ পাবেন তিনি।

আঙুলের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন। এছাড়া ফিরেছেন পেসার মোহাম্মদ সামিও।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে এ সিরিজটি ভারত ও অস্ট্রেলিয়া উভয় দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে অসিরা। আর দ্বিতীয় স্থানে আছে ভারত। এ অবস্থায় ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচে ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা*, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলে বিগ ব্যাশ নিয়ে রশিদের ‘হুমকি’

অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলে বিগ ব্যাশ নিয়ে রশিদের ‘হুমকি’

চার স্পিনার নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

চার স্পিনার নিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়া

রাহুলের ব্যাটে ভারতের সিরিজ জয়

রাহুলের ব্যাটে ভারতের সিরিজ জয়

নেই কোহলি-রাহুল, শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি নেতৃত্বে পান্ডিয়া

নেই কোহলি-রাহুল, শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি নেতৃত্বে পান্ডিয়া