স্টিভেন স্মিথ আউট হয়েছেন ১০৪ রান করে। ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন ওপেনার উসমান খাজা। দুই সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শেষে রান পাহাড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে চার উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৭৫ রান।
প্রথম দিনের দুই উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। ৫৪* রান নিয়ে শুরু খাজা দ্বিতীয় দিনেও আউট হননি। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
এখন প্রথম ডাবলের সামনে। কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে লাগবে পাঁচ রান। অসাধারণ ইনিংসের পথে খাজা বল খেলেছেন ৩৬৮টি। ১৯ চারের সঙ্গে রয়েছে একটি ছক্কা।
দ্বিতীয়দিনে স্মিথকে নিয়ে ২০৯ রানের জুটি গড়েন খাজা। এই জুটির পথে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। তবে তিন অংকের ঘরে পৌছানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি। কেশব মহারাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ১৯২ বলের ইনিংসে রয়েছে ১১টি চার ও দুটি ছক্কার মার।
বুধবার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছিলেন লাবুশেন। ফেরেন ১৫১ বলে ৭৯ রান করে। সেঞ্চুরির পথে ছিলেন ট্রাভিস হেডও। কিন্তু তার ঝড়ো ইনিংসটি থামিয়ে দেন কাগিসো রাবাদা। ৫৯ বলে আট চার ও এক ছক্কায় ৭০ রান করেন তিনি।
লাবুশেনের সঙ্গে ৫ রানে অপরাজিত রয়েছেন ম্যাট রেনশো। দুটি উইকেট নিয়েছেন এনরিক নরকে। এছাড়া রাবাদা ও মহারাজ একটি করে উইকেট নেন।
স্পোর্টসমেইল২৪/জেএম