প্রথমদিনের শেষ বেলায় পাকিস্তান বোলাররা যেভাবে জ্বলে উঠেছিল সেটা ধরে রাখতে পারেনি মঙ্গলবার দ্বিতীয়দিনে। ব্যাটিংয়ে দারুন প্রতিরোধ গড়লেন নিউজিল্যান্ডের বোলাররা। শেষ উইকেট জুটিতে ম্যাট হেনরি (৬৮*) ও আজাজ প্যাটেলের (৩৫) ১০৪ রানের রেকর্ড জুটিতে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।
করাচি টেস্টে ১৩১ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ৪৪৯ রান। দ্বিতীয়দিন শেষে পাকিস্তান তিন উইকেট হারিয়ে তুলেছে ১৫৪ রান। সাত উইকেট হাতে রেখে পাকিস্তান এখনও ২৯৫ রান পিছিয়ে। ৭৪ রানে অপরাজিত থাকা ইমাম উল হক টানছেন দলকে। তাকে দারুন সঙ্গ দিচ্ছেন সাউদ শাকিল।
প্রথম টেস্টের তুলনায় বেশ আক্রমণাত্বক ব্যাটিং করছে পাকিস্তান। শুরুর দিকেই ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় স্বাগতিকরা। হেনরির বলে ক্যাচ আউট হওয়ার আগে তিনি করেন ১৯ রান। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়তেই ফেরেন শন মাসুদ। ১১ বলে চার চারে তিনি করেন ২০ রান। আতি আক্রমণই কাল হয়ে দাঁড়ায়।
অধিনায়ক বাবর আজমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ইমাম। কিন্তু নিকোলস ও ব্রাসওয়েলের মিশেলে দারুন রান আউটে থমকে যায় জুটি। বাবর রান আউট হন ২৪ করে। ৯৯ রানের মধ্যেই পাকিস্তান হারায় তিন উইকেট।
তবে শেষ বেলায় সাউদ শাকিলকে নিয়ে দিনটি পার করে দিয়েছেন ইমাম। ১২৫ বলে নয় চার ও এক ছক্কায় ইমামের রান ৭৪*। ৭৫ বল খেলে মাত্র ১৩ রান করে উইকেটে পড়ে রয়েছেন শাকিল।
তার আগে ছয় উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করে সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতেও পাকিস্তানের বোলাররা দাপট দেখায়। আবরার ঝলকে ৩৪৫ রানেই নয় উইকেট হারায় কিউইরা।
সেখান থেকেই হেনরি ও প্যাটেল মোড় ঘুরিয়ে দেন। টেস্ট ইতিহাসের ২৭তম দশম জুটি হিসাবে একাশো রান স্পর্শ করে তারা। আবরারের বলে ৩৫ রানে প্যাটেল ফিরলে ভাঙে জুটি। একটা সময়ে সেঞ্চুরির সম্ভাবনা উঁকি দেওয়া হেনরি করেন ৬৮* রান।
৩০ রান দিয়ে দ্বিতীয়দিন শুরু করা ব্লানডেল ফেরেন হাফ সেঞ্চুরি করে (৫১)। ইশ সোধি (১১) এদিন কোনো রান না তুলেই নাসিম শাহর শিকার হন। আবরার আহমেদ চারটি এবং নাসিম শাহ ও আঘা খান তিনটি করে উইকেট নেন।
সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/জেএম