মিডিয়াম পেসার ক্যামেরুন গ্রিনের বোলিং তোপে মেলবোর্নে বক্সিং’ডে টেস্টের প্রথম দিনই গুটিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৭ রানে ৫ উইকেট নেন গ্রিন।
আফ্রিকাদের গুটিয়ে দিয়ে দিন শেষে ১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ১ উইকেটে ৪৫ রান করেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৪ রানে পিছয়ে রয়েছে অসিরা।
সোমবার (২৬ ডিস্মেবর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ১১তম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। ওপেনার সারেল এরউইকে ১৮ রানে বিদায় করেন বোল্যান্ড।
এরপর তিন নম্বরে নামা থিউনিস ডি ব্রুইনকে ১২ রানে আউট করে প্রথম উইকেট নেন গ্রিন। ব্রুইনের আউটের চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার। ৬৭ রানে পৌঁছাতেই পঞ্চম উইকেট হারায় তারা। এ সময় অধিনায়ক ডিন এলগার ২৬ রানে রান আউট হন। তেম্বা বাভুমাকে ১ ও কায়া জন্ডোকে ৫ রানে শিকার করেন পেসার মিচেল স্টার্ক।
ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে শতরানের জুটি গড়েন কাইল ভেরেনি ও মার্কো জানসেন। দু’জনই হাফ-সেঞ্চুরি করেছেন। দলীয় ১৭৯ রানে ভেরেনিকে শিকার করে জুটি ভেঙে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন গ্রিন। ৯৯ বল খেলে ৩টি চারে ৫২ রান করেন ভেরেনি।
১০টি চারে ১৩৬ বল খেলে ৫৯ রান লাভ জানসেনও শিকার হন গ্রিনের। ১৮২ রানের মধ্যে ভেরেনি ও জানসেন বিদায়ের পর ১৮৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭ রানে শেষ ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। শেষ দিকে কাগিসো রাবাদা ও লুঙি এনগিডিকে শিকার করে ১৮ ম্যাচে টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথমবারের মত ৫ উইকেট নেন গ্রিন।
১০ দশমিক ৪ ওভার বল করে ২৮ খরচায় ৫ উইকেট নেন তিনি। এছাড়া স্টার্ক ৩৯ রাানে ২ উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায়। ওপেনার ১ রান উসমান খাজাকে আউট করে প্রোটিয়ারদের প্রথম সাফল্য এসে দেন পেসার রাবাদা।
দলীয় ২১ রানে খাজার আউটের পর মার্নাস লাবুশেনকে নিয়ে দিনের খেলা শেষ করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। শততম টেস্ট খেলতে নামা ওয়ার্নার ৩২ ও লাবুশেন ৫ রানে অপরাজিত আছেন।
ব্রিজবেনে হওয়া সিরিজের প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/আরএস