‘অন্যরা মিস করে না, আমরা যেগুলো করি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২
‘অন্যরা মিস করে না, আমরা যেগুলো করি’

ভারতের বিপক্ষে আগেরদিন জয়ের স্বপ্নএকেছিল বাংলাদেশ। রোববার সকালে সেই জয়ের খুব কাছেও চলে যায় টাইগাররা। ৭৪ রানের মধ্যে চার উইকেট তুলে নেওয়ার পরও সফরকারীদের আটকাতে পারেনি স্বাগতিকরা। জয়ের আশাভঙ্গে শেষ হয় আরেকটি সিরিজ।

অষ্টম উইকেটে রবিন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার ৭১ রানের অবিচ্ছন্নজুটি গড়ে ভারতকে তিন উইকেটের জয় এনে দেন। হতাশাজনক এমন হারের পরও আক্ষেপ নেই অধিনায়ক সাকিব আল হাসানের।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সাকিব বলেন, ‘ এই হারে কোনো আক্ষেপ নেই। আমরা পুরো টেস্ট ম্যাচই ভালো লড়াই করেছি এবং এই মানসিকতাই সামনের টেস্টগুলোতে থাকবে বলে আশা করি। তাহলেই ফল আমাদের পক্ষে আসবে।’

তিনি বলেন, ‘কাছে গিয়ে জিততে না পারার একটুআফসোস থাকে। তবে এটাও ভালো যে অন্তত আমরা কাছে যেতে পারছি এখন। পরের বছর থেকে ভালো ফল দেখাতে পারব।’

এই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের ক্যাচ মিস। অপরাজিত ৪২ রান করা অশ্বিন ফিরতে পারতেন এক রানে। ক্যাচ মিস নিয়ে সাকিব বলেন, ‘একটুতো হতাশাজনক। কারণ এগুলোই অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘তাদের প্রথম ইনিংসে রান ৩১৪ না হয়ে ২৫০ হতে পারতো। দ্বিতীয় ইনিংসেও অবশ্যই সুযোগ ছিল। এসব ক্রিকেটের অংশ, তবে হতাশানজক যে অন্য দলগুলি এসব মিস করে না, আমরা যেগুলো করি।’

ভারতের বিপক্ষ দুই টেস্টেই ক্যাচ মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে দ্বিতী টেস্টে একাধিক ক্যাচ মিসেই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। শেষ টেস্টে মিরাজের দারুন বোলিংয়েই বাংলাদেশের জয়ের খুব কাছে চলে যায়

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় স্বপ্নের পর হতাশার হার

বড় স্বপ্নের পর হতাশার হার

মিরাজকে কোহলির জার্সি উপহার

মিরাজকে কোহলির জার্সি উপহার

‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি