ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৬ জুলাই ২০১৮
ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

ছবি : ক্রিকইনফো

দেশের বাইরে বল হতে সেরা পারফর্ম করার রেকর্ড গড়েছে সাকিব আল হাসান। তাতে কি? ব্যাট হাতে ব্যর্থ। শুধু সাকিবই নয়, ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুরো দল। তার নেতৃত্বে বাংলাদেশ টেস্ট সর্বকালে লজ্জার রেকর্ড গড়েছে। ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ডও রয়েছে। দুই টেস্ট ম্যাচ সিরিজের হোয়াইটওয়াশের সঙ্গে বাজে ব্যাট হাতে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই বাজে পারফর্মের ফলও পেল বাংলাদেশ। মাত্র আড়াই মাস আগে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়া বাংলাদেশ আবারও পেছনে পরলো। বাংলাদেশকে ৯ নম্বরে ঠেলে দিয়ে ৮ নম্বরে ওঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হার। প্রথমটিতে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতার পর র‍্যাঙ্কিংয়ে অবনমন অবধারিতই ছিল। গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল বাংলাদেশ।

সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৫। আর ওয়েস্ট ইন্ডিজের ছিল ৬৭। দুই ম্যাচের সিরিজ ড্র করলেই অবস্থান ধরে রাখতে পারত বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টে ইনিংস ও ২২১ রানে হারের পর পরের টেস্টে ১৬৬ রানে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টেই শেষ হয়েছে তিনদিনেই। মূলত সাকিবদের ব্যাটিঙ ব্যর্থতার কারণেই এমন পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের।

সিরিজ শেষে নতুন র‍্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট এখন ৭৭। যেখানে বাংলাদেশের কমে দাঁড়িয়েছে ৬৭ পয়েন্ট।



শেয়ার করুন :


আরও পড়ুন

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ