চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। বাদ পড়েছেন পেসার ইবাদত হোসেন।
মূলত চোটের কারণেই ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। এছাড়া প্রথম টেস্টে একাদশে না থাকা ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়নি ঢাকা টেস্টে। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলামও।
চট্টগ্রামে অনুুষ্ঠিত প্রথম টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড দিয়েছিল বিসিবি। তবে ঢাকায় দ্বিতীয় টেস্টের জন্য একজন কমানো হয়েছে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে হারে ইতিমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা। তবে তার আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
ঢাকা টেস্টে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
স্পোর্টসমেইল২৪/আরএস