চট্টগ্রাম টেস্টে ভারতের দেওয়া বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা করে টাইগার ব্যাটাররা। দারুণ ছন্দে থেকে ক্যারিয়ারের অভিষেক টেস্টে অর্ধ-শতকের দেখা পায় জাকির হাসান। ভারতের বিপক্ষে ১০১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।
জহুর আহমেদ স্টেডিয়ামে কোহলি-পুজারাদের ৫১৩ রানের টার্গেটে চতুর্থ দিনে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই শান্ত-জাকিরের সাবলিল খেলায় বড় হতে থাকে স্কোরবোর্ড। প্রায় ১৩ বছর পর ভারতের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে থেকে ৫০+ রান। তবে এখানেই শেষ নয়। ওপেনিং জুটিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মত শতরান করলো টিম টাইগাররা।
তবে তাদের জুটিকে বেশিক্ষণ টিকতে দেয়নি সফরকারিদের বোলাররা। দ্বিতীয় সেশনে এসে প্রেসার উমেশ যাদবের বলে ৬৭ রানে শেষ হয় নাজমুল হোসেন শান্তর ইনিংস। বিরাট কোহলির ফসকে যাওয়া বলে ধরে উদ্বোধনী জুটি ভাঙ্গেন ভারতীয় উইকেটকিপার রিশাভ পান্ত।
স্কোরবোর্ডে ১২৪ রানে ১ উইকেটের পতন হলে তিনে খেলতে নামেন ইয়াসির আলী। তবে বেশিক্ষণ ক্রিসে থাকতে পারেনি তিনি। ৫ রান করে আক্সার প্যাটেলের স্পিনে কাটা পড়ে ইয়াসির। পরে লিটন দাসকে সাথে নিয়ে স্কোর বোর্ড বড় করার চেষ্টা করে জাকির হাসান।
জাতীয় দলের জার্সিতে জাকির হাসানকে প্রথমবার দেখা যায় ২০১৮ সালের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে অভিষেক করেন তিনি।
এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করে জাকির হাসান। ২০১৫ সালে প্রথম শ্রেনিতে অভিষেকের পর খেলেছেন ৬৯ ম্যাচ। প্রায় ৪২ ব্যাটিং গড়ে রান করেছেন ৪ হাজার ১২৭। যেখানে তার ঝুলিতে আছে ১৩টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি। এছাড়া লিস্ট এ ফরম্যাটে তার রান সংখ্যা ২ হাজারের বেশি। ৮৮ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২ হজার ৩৩৬ রান।
স্পোর্টসমেইল২৪/এমটিআর