১০ উইকেট নিয়ে সময় দু’দিন, প্রয়োজন ৪৭১ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
১০ উইকেট নিয়ে সময় দু’দিন, প্রয়োজন ৪৭১ রান

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় কঠিন এক পরীক্ষার সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিততে ম্যাচের বাকি দু’দিনে ১০ উইকেট হাতে নিয়ে বাংলাদেশকে করতে হবে ৪৭১ রান। ভারতের ছুঁড়ে দেওয়া ৫১৩ রানের পাহাড় সমান টার্গেটে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে ১৫০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ২৫৪ রানের লিড পায় ভারত। বাংলাদেশকে ফরো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রানে ইনিংস ঘোষণা ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৩ রানের বিশাল টার্গেট দাঁড়ায়।

প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৩৩ রান করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ২৭১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১৬ ও ইবাদত হোসেন ১৩ রানে অপরাজিত ছিলেন।

ফলো-অন এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিন শুরু করেন মিরাজ ও ইবাদত। ভারতের স্পিনার কুলদীপ যাদবের করা দিনের পঞ্চম ওভারের পঞ্চম বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ইবাদত। এর মাধ্যমে ৮ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে পঞ্চম উইকেট পূর্ণ করেন কুলদীপ।

২টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ১৭ রান করেন ইবাদত। ৯ম উইকেটে মিরাজের সাথে ৮৩ বলে ৪২ রান যোগ করেন তিনি। ইবাদত ফেরার ৪১ বল পর বিদায় নেন মিরাজ। স্পিনার অক্ষর প্যাটেলের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড ২টি চার ও ১টি ছক্কায় ৮২ বলে ২৫ রান করা মিরাজ। ৫৫.৫ ওভার খেলে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) তৃতীয় দিনের সকালের এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ। ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ ৪০ রানে ৫ উইকেট নেন। টেস্টে এটিই সেরা বোলিং ফিগার কুলদীপের। পেসার সিরাজ ২০ রানে ৩ উইকেট নেন।

২৫৪ রানে পিছিয়ে থাকায় ফলো-অনে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। ২৫৪ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দারুণ সূচনা পায় ভারত। দলকে ৭০ রানের জুটি এনে দেন এ ম্যাচের অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল।

রাহুল-গিলের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। শর্ট বলে পুল করে ফাইন লেগে তাইজুলের দারুণ ক্যাচে আউট হন ২৩ রান করা রাহুল। এরপর ভারতের লিডকে বড় করেন গিল ও চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুড়য়েছেন তারা দু’জন। ইনজুরির কারণে এ ইনিংসে বল করেননি ইবাদত ও অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের জেনুইন তিন বোলারকে অবলীলায় সামলিয়েছেন গিল ও পূজারা।

১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও পেয়ে যান গিল। গিলকে থামিয়ে জুটি ভাঙেন মিরাজ। ১৫২ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১১০ রান করেন গিল। দ্বিতীয় উইকেটে পূজারার সাথে ১১৩ রান যোগ করে গিল। গিল যখন আউট হন তখন ৪৬ রানে ছিলেন পূজারা। এরপর কোহলির সাথে ৭৫ রানের জুটি অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন পূজারা। পূজারার সেঞ্চুরির পরই ২ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এতে ৫১৩ রানের বিশাল টার্গেট পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৯০ রানে আউট হওয়া পূজারা এবার ১০২ রানে অপরাজিত ছিলেন। ১৩০ বল খেলে ১৩টি চার মারেন পূজারা। ১৯ রানে অপরাজিত থাকেন কোহলি। এ ইনিংসে খালেদ-মিরাজ ১টি করে উইকেট নেন।

৫১৩ রানের টার্গেটে খেলতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ১২ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। তবে কোনো বিপদ হতে দেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান। শান্ত ২৫ ও জাকির ১৭ রানে অপরাজিত আছেন। দু’জনই সমান ৩টি করে বাউন্ডারি মারেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

১৫০ রানেই শেষ বাংলাদেশ, ভারতের লিড ২৫৪

১৫০ রানেই শেষ বাংলাদেশ, ভারতের লিড ২৫৪

টাইগার ব্যাটারদের দৃঢ়তার অভাব

টাইগার ব্যাটারদের দৃঢ়তার অভাব

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের