ভারতকে ৪০৪ রানে থামালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২
ভারতকে ৪০৪ রানে থামালো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনে গিয়ে ৪০৪ রানে থামরো ভারত প্রথম ইনিংস। টস জিতে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন পূজারা। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান আউট হয় শ্রেয়াস আইয়ার।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) বাকি ৪ উইকেটে ১২৬ রান যোগ করে টিম ইন্ডিয়া। বাংলাদেশের পক্ষে বল হাতে চারটি করে উইকেট শিকার করেন দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

দিনের অষ্টম ওভারের শেষ বলে ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ারকে ৮৬ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার ইবাদত হোসেন। আগের দিন ৮২ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

অষ্টম উইকেটে কুলদীপ যাদবকে নিয়ে ২০০ বলে ৮৭ রান যোগ করেন রবীচন্দ্রন অশ্বিন। ৫৮ রান করে মিরাজের বলে আউট হন অশ্বিন।
তাইজুলের চতুর্থ শিকার হয়ে ৪০ রানে থামেন কুলদীপ।

শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজকে ৪ রানে থামিয়ে ভারতের ইনিংস শেষ করেন মিরাজ। ২টি ছক্কায় ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন উমেশ যাদব।

বাংলাদেশের তাইজুল ১৩৩ রানে ও মিরাজ ১১২ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া ইবাদত ৭০ ও খালেদ ৪৩ রানে ১টি করে উইকেট শিকার করেন। বল হাতে ১২ ওভার হাত ঘোরালেও উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি