চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৪ ডিসেম্বর ২০২২
চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করলো বাংলাদেশ। সিরিজে প্রথম টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে সাকিব আল হাসানরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ‍ক্রিকেট স্টেডিয়ামে এ টেস্ট দিয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের জাকির হাসানের।

টেস্টের আগে চোটের কারণে সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও সেটি কেটে গেছে। চট্টগ্রাম টেস্ট খেলছেন টাইগার অধিনায়ক। এছাড়া দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলা জাকির হাসানের অভিষেক হয়েছে এ টেস্ট দিয়ে।

একাদশে সাকিব-জাকির থাকলেও জায়গা হয়নি সাবেক অধিনায়ক মমিনুল হকের। তবে দলে কিপার-ব্যাটসম্যান রয়েছে তিনজন। তবে মুশফিকুর রহিম ও লিটন দাস ব্যাটার হিসেবে খেলছেন আর উইকেটের পেছনে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সাথে স্পিনে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং বাঁহাতি তাইজুল ইসলাম। আর পেস বোলিংয়ে রয়েছেন ইবাদত হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদ।

অন্যদিকে, দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। পেস বোলিংয়ে উমেশ যাদবের সাথে রয়েছেন মোহাম্মদ সিরাজ। আর স্পিন আক্রমণে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, প্যাটেল এবং কুলদিপ যাদব।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

সাদা পোশাকে কি মিলবে শুভ্রতা

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ভারত