ওয়ানডে সিরিজ শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচটি সর্বনিম্ন ১শ’ টাকার টিকিট দিয়েও গ্যালারিতে বসে খেলা উপভোগ করা যাবে।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে নির্দিষ্ট বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়ে টেস্ট খেলতে নামবে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১ উইকেট এবং ৫ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া ছাদের উপরে হসপিটালিটি বক্স এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য করা হয়েছে ১০০০ টাকা।
মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। ওই দুই জায়গায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া ম্যাচের দিনের স্টেডিয়ামের নির্দিষ্ট বুথে টিকিট পাওয়া যাবে।
স্পোর্টসমেইল২৪/আরএস