সিরিজের প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারালো স্বাগতিক অস্ট্রেলিয়া। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
পার্থ টেস্টের শেষ দিন ম্যাচটি জিততে ৩০৬ রান দরকার ছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭ উইকেট। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৯৮ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৯২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
রোববার শেষ দিন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর স্পিন ঘূর্ণিতে বাকি ৭ উইকেটে ১৪১ রান যোগ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৩৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
আগের দিন সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। শেষ পর্যন্ত ১১০ রানে আউট হন তিনি। ১৮৮ বল খেলে ১৩টি চার মারেন ব্র্যাথওয়েট।
শেষ দিকে রোস্টন চেজ ৫৫ ও আলজারি জোসেফ ৪৩ রান করেন। অস্ট্রেলিয়ার স্পিনার লিঁও ১২৮ রানে ৬ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশানে। প্রথম ইনিংসে ২০৪ ও দ্বিতীয় ইনিংসে অনবদ্য ১০৪ রান করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস