করুনারত্নের সেঞ্চুরিতেও ২৮৭ রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ জুলাই ২০১৮
করুনারত্নের সেঞ্চুরিতেও ২৮৭ রানে অলআউট শ্রীলঙ্কা

ছবি : ক্রিকইনফো

ওপেনার দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতেও প্রথম টেস্টের প্রথম দিনেই ২৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন করুনারত্নে। জবাবে দিন শেষে ১ উইকেটে ৪ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে নিয়ে ২৮৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

দুই ম্যাচ সিরিজে গল-এ প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় শ্রীলঙ্কা। দলের অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচে অষ্টম সেঞ্চুরি তুলে ১৫৮ রানে অপরাজিত থাকেন করুনারত্নে।

অষ্টম সেঞ্চুরি পাওয়া ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কায় ২২২ বলে ১৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকা ২৬ ও শেষ ব্যাটসম্যান লক্ষণ সান্দাকান ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার কাগিসো রাবাদা ৪টি ও তাবরাইজ শামসি ৩টি উইকেট নেন। ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে বল হাতে ৫৪ রানে ১ উইকেট নেন দক্ষিণ পেসার ডেল স্টেইন।

দিনের শেষভাগে ৪ ওভার ব্যাট করার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এ সময়ে ওপেনার আইডেন মার্করামকে হারায় প্রোটিয়ারা। আরেক ওপেনার ডিন এলগার ৪ ও নাইটওয়াচম্যান মহারাজ শূন্য রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ১টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস):
শ্রীলঙ্কা : ৭৮.৪ ওভারে ২৮৭ (গুনাথিলাকা ২৬, করুনারত্নে ১৫৮*, ধনঞ্জয়া ১১, মেন্ডিস ২৪; ফিল্যান্ডার ১/২৮, স্টেইন ১/৫৪, রাবাদা ৪/৫০, শামসি ৩/৯১)।

দক্ষিণ আফ্রিকা : ৪ ওভারে ৪/১ (এলগার ৪*, মারক্রাম ০, মহারাজ ০*; হেরাথ ১/১, দিলরুয়ান ০/৩)।



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

মাদক পরীক্ষায় ব্যর্থ, নিষিদ্ধ হচ্ছেন শেহজাদ

মাদক পরীক্ষায় ব্যর্থ, নিষিদ্ধ হচ্ছেন শেহজাদ

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের মেয়েরা

ফিল্ডিং কোচ পেলেন সাকিব-তামিমরা

ফিল্ডিং কোচ পেলেন সাকিব-তামিমরা