দ্বিতীয় টেস্টে নেই রুবেল, টস জিতে বোলিং করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১২ জুলাই ২০১৮
দ্বিতীয় টেস্টে নেই রুবেল, টস জিতে বোলিং করছে বাংলাদেশ

জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে নেই রুবেল হোসেন। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। দ্বিতীয় ম্যাচের টসের পর এমনটা জানা গেল। দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

নিজের নামের পাশে গতিতারকা তকমা থাকলেও অ্যান্টিগায় প্রথম টেস্টে কোনমতে ১৩০ কিমি গতিতে বোলিং করছিলেন রুবেল। তার এমন পারফরম্যানসে হতাশ ছিল টিম ম্যানেজম্যান্ট। এছাড়া তার বিরুদ্ধে অশালীন আচরণেরও অভিযোগ ওঠেছে।

রুবেলের বদলে দ্বিতীয় টেস্টের একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আগের ম্যাচের বাকি ১০ জন হতাশাজনক পারফরম্যান্সের পরেও নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছেন।

অ্যান্টিগা প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারেছে সফরকারী বাংলাদেশ। ওই পরাজয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাদ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।



শেয়ার করুন :


আরও পড়ুন

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম

ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম

লজ্জার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

লজ্জার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের