ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৯ জুলাই ২০১৮
ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম

দেশের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করে (৪৩ রান) ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচে এমন ব্যর্থতায় বিরক্ত ও ক্ষোভ বিরাজ করছে টাইগার ভক্তদের মনে। এমন সময় নিজেদের ব্যর্থতা স্বীকার কররেন টাইগার ওপেনার তামিম ইকবাল। একই সঙ্গে বললেন, নিজেদের ‌‘মিসটেকের’ কারণেই এমনটা হয়েছে।

সোমবার (৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুইটারে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে পুরোটাই তামিম বক্তব্য দিয়েছেন। সেখানেই তিদনি নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

প্রথম ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ড! পরে দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহানের বীরোচিত ব্যাটিংয়ের পরেও মাত্র ১৪৪ রানে অলআউট। সব মিলিয়ে নিজেদের চেনা রূপের ধারেকাছেও ছিল না বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর ব্যর্থতার কারণ খুঁজতে যাওয়াও যেনো কঠিনতম এক চ্যালেঞ্জ।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আপনাদের সবার মতো আমরা নিজেরাও প্রচন্ড একটি ধাক্কা খেয়েছি। কেননা প্রথম ম্যাচে আমরা যেমন খেলেছি তার চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য আমাদের রয়েছে। আমরা কোন অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা বেশ ভালোভাবেই জানি যে আমাদের মিসটেকের কারণেই অ্যান্টিগায় এমন হয়েছে। আমরা যেমন খেলেছি তা আসলে কোনভাবেই মেনে নেয়া যায়।’

প্রথম টেস্টের ব্যর্থতার পরেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। আগামী ১২ জুলাই কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই তামিমদের প্রমাণ করতে হবে নিজেদের সামর্থ্য।

তামিম বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের নিজেদের উপর বিশ্বাসটা থাকতে হবে। নিজেদের সামর্থ্যের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আমরা বিরুদ্ধ কন্ডিশনেও বড় ইনিংস খেলতে পারি। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ব্যক্তিগত বা দলীয়; উভয় দিকেই আমাদের প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারি।’

অ্যান্টিগায় নুরুল হাসান সোহানের সাহসী ব্যাটিংয়েরও প্রশংসা করেন তামিম। উইকেটরক্ষক ব্যাটসম্যানের এ ইনিংস দলের মধ্যে সাহস জুগিয়েছে বলে মনে করেন তিনি। তামিম বলেন, ‘প্রথম ম্যাচে সোহান যেভাবে ব্যাটিং করলো এবং রুবেল নিচে নেমে যতোটা সহায়তা করলো এতেই প্রমাণ হয় যে আমরা যদি উইকেটে টিকে থাকতে পারি তাহলে রান করা খুব একটা কঠিন নয়।’



শেয়ার করুন :


আরও পড়ুন

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের