প্রথম দিনে সমান-সমান ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ নভেম্বর ২০১৭
প্রথম দিনে সমান-সমান ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

অ্যাশেজের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সমান-সমান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ব্রিজবেনে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৯৬ রান করেছে ইংলিশরা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হবার আগে ৮০ দশমিক ৩ ওভার ব্যাট করেছে সফরকারী ইংল্যান্ড।

দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ২ রান করে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তাকে শিকার করেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। এরপর দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার মার্ক স্টোনম্যান ও জেমস ভিন্স। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন স্টোনম্যান ও ভিন্স।

এ সুযোগে জুটিতে ১২৫ রান যোগ করে ফেলেন স্টোনম্যান ও ভিন্স। হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্টোনম্যান। হাফ-সেঞ্চুরি পেয়েছেন ভিন্সও। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসটা বড় করতে পারেননি স্টোনম্যান। ৩টি চারে ১৫৯ বলে ৫৩ রান করেন তিনি।

তবে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন ভিন্স। কিন্তু দুভার্গ্য তার, প্রথম সেঞ্চুরির স্বাদ নেয়া হলো না ভিন্সের। অস্ট্রেলিয়ার নাথান লিও’র দুর্দান্ত থ্রোতে রান আউট হন তিনি। ১২টি চারে ১৭০ বলে ৮৩ রান করেন ভিন্স। আগের ১১ ইনিংসে টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৪২।

দলীয় ১৪৫ রানে ভিন্সের বিদায়ের পর উইকেটে যান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বলে লেগ বিফোর ফাঁদে পড়েন রুট। অবশ্য প্রথম দফায় রুটকে আউট দেননি অন-ফিল্ড আম্পায়ার দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমুস। পরে রিভিউ নিয়ে রুটের আউট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

রুট আউট হবার পর আবারও জুটি গড়ে তোলার চেষ্টা করেন ডেভিড মালান ও মঈন আলী। ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু ৮১তম ওভারে থেমে যান দু’জনই। কারন বৃষ্টির কারণ এরপর বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে দিনের খেলা সেখানেই শেষ করে দেন আম্পায়াররা। মালান ২৮ ও মঈন ১৩ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার কামিন্স ২টি ও স্টার্ক ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ১৯৬/৪, ৮০.৩ ওভার (ভিন্স ৮৩, স্টোনম্যান ৫৩, কামিন্স ২/৫৯)।



শেয়ার করুন :


আরও পড়ুন

চাকরিচ্যুত হাথুরুকে চেয়ে বিসিবিতে শ্রীলঙ্কার চিঠি

চাকরিচ্যুত হাথুরুকে চেয়ে বিসিবিতে শ্রীলঙ্কার চিঠি

মোস্তাফিজ ফিট, মাঠে নামবেন শনিবার

মোস্তাফিজ ফিট, মাঠে নামবেন শনিবার

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

সিলেট-ঢাকা পর্ব শেষে কে কোথায়

সিলেট-ঢাকা পর্ব শেষে কে কোথায়