অঘোষিত ফাইনালে ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২২
অঘোষিত ফাইনালে ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ‘অঘোষিত ফাইনাল’ তৃতীয় ম্যাচের জন্য তাই জয়ী দলের উপর ভরসা দেখিয়েছে ইংলিশ টিম ম্যানজেমেন্ট। সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের টেস্ট সিরিজর প্রথম ম্যাচে লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ড, হারতে হয়েছিল এক ইনিংস ও ১২ রানের ব্যবধানে, দ্বিতীয় টেস্টে ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত দাপট দেখিয়ে আফ্রিকাকে এক ইনিংস ও ৮৫ রানে উড়িয়ে দিয়ে শেষ ম্যাচকে ফাইনালে পরিণত করেছে বেন স্টোকসের দল। 

প্রথম ম্যাচে জঘন্যভাবে হারলেও স্কোয়াডে থাকা খেলোয়াড়দের উপর ভরসা ছিল ইংলিশদের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককুলার ও অধিনায়ক বেন স্টোকসের। তার ফলস্বরুপ একই স্কোয়াড নিয়েই তৃতীয় ম্যাচ খেলবে তারা। তাদের দু’জনের মতে, স্কোয়াডে যারা আছে তাদের চেয়ে ভালো এই মুহূর্তে ইংল্যান্ডে নেই। 

চলতি গ্রীষ্মকালীন মৌসুম জড়ে ব্যাট হাতে রান খরায় ভুগছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি। তবে চরম পেশারে থেকেও ওল্ড ট্রাফোর্ডে তার ১০১ বলে ৩৮ রানের ইনিংস ইংলিশদের দারুণ শুরু এনে দিয়েছিল। এরপর অধিনায়ক বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪১৫ রানে ইনিংস ঘোষণা করে তারা।

টি-টোয়েন্টির ‘সেঞ্চুরি’ স্পর্শ করলেন সাকিব

ক্রাউলির ওপেনিং সঙ্গী অ্যালেক্স লিসও রান করতে হিমশিম খাচ্ছেন। শেষ ছয় টেস্টে তার গড় মাত্র ২৫! ইংলিশ টিম ম্যানেজমেন্ট দুইজনকেই দলে রেখেছে। তারা তাদের প্রতি এখনই আস্থা হারাচ্ছে না। 

প্রত্যেক ক্রিকেটারকে যথেষ্ট সুযোগ দিতে চান বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককুলাম জুটি। এমনকি যদি তাদের বাদ দিতে হয়, সেক্ষেত্রে তাদের জায়গায় যারা আসবে তাদেরও সমান সুযোগ নিশ্চিত করতে চান তারা। 

চলতি বছরের আট সেপ্টেম্বর দ্য ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের জন্য এই ম্যাচে কোনো দলেরই জয়ের বিকল্প নেই। 

ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি বুক, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, জ্যাক লিস, অ্যালেক্স কিস, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পটস, অলি পোপ, অলি রবিনসন, জো রুট। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

অনুমতি না নিয়েই বিগব্যাশে গ্রান্ডহোম, অবাক নিউজিল্যান্ড

অনুমতি না নিয়েই বিগব্যাশে গ্রান্ডহোম, অবাক নিউজিল্যান্ড

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ